হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, প্রাণরক্ষার জন্য জারিফা গাফারি লুকিয়ে বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে উঠে বসেন।
জারিফা গাফারি আফগানিস্তানের ভোটে নির্বাচিত প্রথম নারী মেয়রদের অন্যতম। তালেবানের হাতে কাবুলের পতন তার জন্য ছিল এক অশনি সঙ্কেত।
তালেবান যোদ্ধারা যখন রাজধানী কাবুলে গিয়ে পৌছুলো তিনি বুঝতে পারলেন তার জীবনে এক চরম সঙ্কট হাজির হয়েছে।
এর ক'দিন পর তিনি পরিবারসহ পালিয়ে জার্মানিতে চলে যান।
তার দেশত্যাগের সেই নাটকীয় ঘটনাগুলো বলছিলেন তিনি।
উনত্রিশ-বছর বয়স্ক মিস গাফারি ছিলেন একজন জনপ্রিয় নেতা, এবং তিনি হয়ে উঠেছিলেন আফগানিস্তানের নারী অধিকারের একজন কণ্ঠস্বর।
তার বিশ্বাস, ঠিক এজন্যেই তালেবান তাকে হুমকি বলে মনে করতো।